ইয়া রাসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নাবিআল্লাহ বাংলা খুবিই জনপ্রিয় একটি গজল- লিরিক্স
ইয়া রাসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নাবিআল্লাহ...........তুমি এলে মরুর বুকে ফুটলো আলোর ফুল,
সেই ফুলেরই রৌশনীতে দুনিয়া মাশয়ুল।
ইয়া রাসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নাবিআল্লাহ......ভোরের আলো ফুটার আগে ফুটলো সে ফুল কলি,
আলোর মশাল জ্বাললে ধরায় আঁধার পায়ে।
দলি ছন্দ তুলে ফুল পাখিরা গাইলো মাশা আল্লাহ। বদ্ধ ঘরে নতুন করে
হানলো কঠোর আঘাত,
নূরুন নূরে হৃদয় ঘরে
ভাসলো রাঙ্গা প্রভাত।
শিরায় শিরায় খুশির নাচন
ইয়া রাসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নাবিআল্লাহ ইয়া রাসুলাল্লাহ
আমাদের লেখা এই গজলটি ভালোলাগে অবসয় একটি কমেন্ট করতে ভুলবে না।
আর দয়া করে আমাদের ওয়েব সাইটি প্রতি নিয়ত ভিজিট করতে ভুলবেন না. Google গিয়ে টাইপ করুন-