মাহে রমজানের শুভেচ্ছা
হযরত মোহাম্মদ (সাঃ) বলেছেন
২টা জিনিশ কাছে রাখলে কোন দিন
বিপদ আসবেনা
১=কোরআন ২=হাদিস , ইহা ১০০% সত্য.
জ
সে ব্যক্তি মুমিন নয়,
যে নিজে তৃপ্তি সহকারে আহার করে,
অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে।
_(আল হাদিস)
রাগ মানুষের ঈমানকে নষ্ট করে,
হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে,
আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়।
বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)
আলহামদুলিল্লাহ,
আল্লাহ আমাকে আরো
১টি সকাল দেখার তৌফিক দান করেছেন।
তুমি নামাজ পড়া শুরু করে দাও
- নামাজও তোমার জীবনকে
বদলাতে শুরু করে দিবে।
তওবা করতে লজ্জিত হয়ো না।
-কারণ তোমার গুনাহের চাইতে
আল্লাহর ক্ষমা অনেক বড়।
যেসব মহিলারা স্বামী মারা
যাওয়ার পর এতিম সন্তানদের
পিছনে জীবন কাটিয়ে
দেয় তারা জান্নাতি।
-হযরত মুহাম্মদ (সঃ)
জান্নাতবাসীদের যৌবন
কখনো শেষ হবে না।
-হযরত মুহাম্মাদ (সাঃ)।
সুবহানাল্লাহ
যে আমার সুন্নতকে ভালোবাসলো
সে আমাকে ভালোবাসলো।
- হযরত মুহাম্মদ (সা:)
তিন বেলা খাবার যতটা গুরুত্বপূর্ণ।
- পাঁচ ওয়াক্ত নামাজ
তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
পূর্ণিমার চাঁদকেও হার মেনেছিল।
-হযরত মুহাম্মদ (সাঃ)
এর সৌন্দর্য্যের কাছে।
পানি যেমন আগুন নিভায়
দান সদকাহ তেমনি গুনাহ নিভায়।
—হযরত মুহাম্মদ (সাঃ)
চার্জ ছাড়া যেমন মোবাইল বন্ধ।
ঠিক তেমনি।
নামাজ ছাড়া জান্নাতের দরজা বন্ধ।
আল-কুরআনের হরফ গুলো।
কালো কিন্তু ভেতরে লুকিয়ে আছে
হেদায়েতের আলো।
যে ব্যাক্তি দিনে।
৭০ হাজার বার কালিমা পরবে।
-তার জন্য জান্নাত ওয়াজিব।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
-অধিক সংখ্যায় পড়ুন।
কারণ এটি জান্নাতের গুপ্তধন।
পৃথিবীর সবচেয়ে পবিত্র দুটি স্থান।
-মক্কা -মদিনা
-মাশাআল্লাহ।
এমন চরিত্রের কাউকে বিশ্বাস করোনা।
- যে রাগের সময় নিজেকে
নিয়ন্ত্রণে রাখতে পারেনা।
- হযরত উমার (রাঃ)
তিনবার সুরা ইখলাস পড়ে ঘুমালে ।
-এক খতম কুরআন পড়ার
সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ ।
সূরা ফাতিহা প্রায়
১০০০ রোগের ওষুধ ।
- হযরত মুহাম্মদ (সা:)
পানি বসে খাওয়া সুন্নত ।
পানি খাওয়ার শুরুতে-
বিসমিল্লাহ্ বলা সুন্নত
পানি ডান হাতে খাওয়া সুন্নত ।
পানি খাওয়া শেষে আলহামদ লিল্লাহ্
বলা সুন্নত ।
হযরত মুহাম্মদ (সা:)
ফজরের নামাজ বিহীন।
- ১টি সকাল কখনোই
শুভ হতে পারে না।
তুমি যত সিজদা দিবে।
আল্লাহ তত গুনাহ মাফ করে দিবেন।
- হযরত মুহাম্মদ (সাঃ)
কোরআন তিলাওয়াত শুনলে।
- ক্যান্সার কমে।
- সুবহানাল্লাহ।
চুল পড়া কমানোর দোয়া।
মুসাল্লামা তুল্লা শিয়াতা ফি হা।
রাসুলুল্লাহ ﷺ বলেছেন।
একজন মানুষ তার রবের
সবচেয়ে নিকটবর্তী হয় পপ
সেজদার সময়।
(মুসলিম,হাদিস-৯৭৯)
অন্য একটা মেয়ের
সম্পর্কে ঠিক ততটাই বলুন,
যতটা নিজের বোনের
সম্পর্কে শুনতে পারবেন।
রাতে ওজু করে ঘুমালে।
- সারারাত আপনাকে ফেরেস্তারা
পাহারা দিবে।
-সুবাহানআল্লাহ
নামাজ রোজা নাহি কাজা করবো না ভাই কভু,,
নয়তো রাজা দিবেন সাজা যিনি মোদের প্রভু,,
নামাজ রোজা অনেক সোজা ইচ্ছে যদি করো,,
মনের মতো সময় মতো নামাজ রোজা করো,,
পণ করো আজ পড়বো রাখবো সদা রোজা,,
তা না হলে পরকালে পেতে হবে সাজা,,
বেহেস্তেতে থাকবো মেতে হবে কত মজা.
পৃথিবীতে প্রায় ৪০-লক্ষ মসজিদে
দৈনিক ৫-বার করে
-২ কোটি বার আজান দেয়া হয়
আমি পহেলা বৈশাখের অপেক্ষায় নয়
- পবিত্র রমজান
মাসের অপেক্ষায় আছি
গোলাপে এতো সুগন্ধ কেন?
-নবীজির এক ফোটা
ঘাম মোবারক পড়েছিল তাই!
মাঝরাতে যদি হটাৎ ঘুম ভেঙে যায় তাহলে
ভেবেনিও আল্লাহ তোমাকে তাহাজ্জুদের নামাজ
- পড়ার ইশারা করছেন
প্রতিশোধ নয়।
- ক্ষমা হলো ইসলামের
মূল আদর্শ।
হাজারটা ধর্মের মধ্যে আমরা মুসলিম।
আলহামদুলিল্লাহ।
হ্যাঁ এটাই আমাদের সৌভাগ্য।
সুখী সেই তো যে পাঁচ ওয়াক্ত।
নামাজে পরে আর ।
কোরআন তেলোয়াত করে।
LOVE রিয়েক্ট ছাড়া
আর কিছু হবে না।
- হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্য।
কেয়ামতের দিন আমরা
কাঁদবো আমাদের জন্য ।
কিন্তু হযরত মুহাম্মদ (সা:)
কাঁদবেন আমাদের জন্য।
আসুন সবাই মিলে
১০ বার করে আস্তাগফিরুল্লাহ
বলি।
আল্লাহ চাইলে আমাকে
আরো খারাপ রাখতে পারতো।
- আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
হাসবুনাল্লাহু ওয়া নি\' মাল ওয়াকিল।
- আমার জন্য
আমার আল্লাহ্'ই যথেষ্ট ।
১দিন আমার ইনশাআল্লাহ গুলো।
- আলহামদুলিল্লাহ তে পরিণত হবে।
তিনটি প্রেমে কোন কষ্ট নাই।
- আল্লাহর সাথে।
- রাসুল (সঃ) এর সাথে।
- মা-বাবার সাথে।
কুরআন,
সে তো মুসলমানদের
অক্সিজেন।
চলুন সবাই খতমে ইউনুস পড়ি।
লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা
ইন্নি কুনতু মিনাজ্জুয়ালিমিন।
আল্লাহর কাছে সবচেয়ে
উত্তম ইবাদত হচ্ছে নামাজ ।
আল্লাহ বলেন,
- যে ব্যক্তি আমার দিকে হেঁটে আসে,
আমি তার দিকে দৌড়ে যায়।
অনুতপ্ত হওয়াটাই তওবা।
হযরত মোহাম্মদ (সা:)
৭২টা তীরের আঘাতেও
জুম্মার নামায ছাড়েনি ।
নবীজির প্রিয় নাতি হোসাইন(রাঃ)।
জুম্মা মোবারক
পর্দা তো সেই মেয়েই করে,
- যে নিজেকে মূল্যবান মনে করে এবং
- নিজের মূল্য বুঝতে পারে।
২১ বার বিসমিল্লাহ পড়ে ঘুমালে ।
- প্রতিটি নিশ্বাসের জন্য
নেকি লেখা হয়।
- সুবাহানাল্লাহ্
রাত্রি বেলা খাবার খেয়ে।
একটু হাটাহাটি করা সুন্নত।
- হযরত মুহাম্মদ (সাঃ)
মহামারীতে মৃত্যু হওয়া
প্রত্যেক মুসলিমের জন্য শাহাদাত।।
[সহীহ বুখারীঃ ২৮৩০]
চাদেঁর চেয়ে বেশি সুন্দর ছিল
আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:)
লকডাউনে সকল কিছু বন্ধ,
আরও বন্ধ সেলুন।
নবীর সুন্নতকে ভালোবেসে
দাঁড়ি রেখে ফেলুন।
ধংস তার জন্য,
যার আজকের দিনটা
গতকালের চেয়ে উত্তম হলো না।
— আল কুরআন
আগেই সালাম দেওয়ার চেষ্টা করো,
কেননা আল্লাহ কাছে সর্বাপেক্ষা
উত্তম ব্যক্তি হচ্ছে প্রথমে সালাম প্রদানকারী।
_বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)
১,২,৩ আসছে রোজার দিন ।
৪,৫,৬ রোজা রাখতে কিসের ভয় ।
৭,৮,৯ খারাপ কাজ আর নয় ।
১০,১১,১২ পাঁচ ওয়াক্ত নামাজ পড় ।
মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে,
জাহান্নাম থেকে নয়
অথচ মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে
বাঁচতে পারে, মৃত্যু থেকে নয় ।
আলিফ, লাম, মিম
-আমার পোস্টটি যে পড়েছে
সেই ৩০ টি নেকি পাবে!
চুপ থাকাটা একটি ইবাদত
- হযরত মোহাম্মদ (সাঃ)!
- তিন বেলা আহার যতটা গুরুত্বপূর্ণ ,
-৫ ওয়াক্ত নামাজ তার চেয়েও গুরুত্বপূর্ণ !!
চুপ থাকাটা একটি ইবাদত
- হযরত মোহাম্মদ (সাঃ)!
- তিন বেলা আহার যতটা গুরুত্বপূর্ণ ,
-৫ ওয়াক্ত নামাজ তার চেয়েও গুরুত্বপূর্ণ !!
*ইয়া বারিও
-এই পবিত্র নামটি প্রত্যহ ৭ বার
করে পড়লে কবর আযাব মাফ হয়!
ধৈর্য
মানুষকে উন্নতি করে!
মিথ্যা
মানুষকে ধ্বংস করে!
মানুষের মনের মধ্যে এমনভাবে
নিজের জন্য জায়গা করে নাও
যেন তুমি মরে গেলে তোমার জন্য
তারা দুয়া করে আর বেঁচে
থাকলে তোমাকে ভালবাসে।
___ হযরত আলী (রাঃ)
I Love You -
আল্লাহ কে বলো ।
I Miss You -
নামাজ কে বলো।
I Believe You -
কোরআন কে বলো।
I Trust You -
রাসুল কে বলো।
I Like Must -
ইসলাম কে বলো ।
I Hate You -
শয়তান কে বলো ।
I Don\'t Care -
দুনিয়া কে বলো।
জান্নাত লাভ করার দোয়া।
- আল্লাহুমা ইন্নী আসআলুকা
রিদ্ধা কাওয়াল জান্নাত।
নিয়মিত নামাজ
মানুষের রিজিক বৃদ্ধি করে।
আলহামদুলিল্লাহ
জান্নাতের প্রথম দরজা খুলবেন।
-হযরত মুহাম্মাদ (সাঃ)
কেয়ামতের পূর্বে মানুষ
মৃত্যু আর গজব
নিয়ে হাসি ঠাট্টা করবে।
- হযরত মুহাম্মাদ (সাঃ)
সারা দুনিয়া ৭০বার বিক্রি করলেও।
- জান্নাতের একটি ইটের দাম হবে না.।
যার চরিত্র নিয়ে মহান
আল্লাহ তালা প্রসংশা করে ছিলেন।
তিনি হলেন হযরত মুহাম্মদ(সা:)
মোনাজাতে ঝড়ে পড়া
চোখের পানি কখনো বিফলে যায়না,
হযরত মুহাম্মদ (সঃ)
শবে-কদর হল এক
হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
- [সূরা কদরঃ ০৩]
শেষ বিচারের দিন আমাদের
জন্য একমাত্র সুপারিশকারি।
-হযরত মুহাম্মদ (সাঃ)
কালোজিরা মৃত্যু ব্যতিত
সকল রোগের মহাঔষধ।
- হযরত মুহাম্মদ (সাঃ).
সকাল- সকাল উঠা মানুষ
গুলো স্মার্ট হয় কারণ
তারা ফযরের নামায পড়ে।
- দেরি করে তো বেনামাযীরা উঠে।
রাসূল সাঃ বলেছেন।
- তুমি যাকে ভালোবাস
জান্নাতে তুমি তার সাথেই থাকবে।
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন
কিয়ামতে দিন যে জিনিসটি
মুমিনদের পাল্লায় ভারী হবে
সেটি হচ্ছে সুন্দর চরিত্র।
(আবু দাউদঃ-৪১০১)
কখনো ব্যর্থ হলে সিজদায় পরে যেও।
- সফলতার পথ
আল্লাহ দেখাবেন।
চোখের পানি
তাহাজ্জুত নামাজের
মুনাজাতে ফেলো।
-দেখবে পুরো জীবনটাই
বদলে যাবে ইনশাল্লাহ।
যৌবনের ১ম প্রেম হলো কোরআন।
- আর ১ম ভালোবাসা হলো নামাজ।
জিবনের প্রতিটা মুহূর্তে
তাকেই স্বরন করুন ।
-যিনি আপনাকে সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে বড়
বৈজ্ঞানিক ছিলেন?
- হযরত মোহাম্মদ (সঃ)
নিশ্চয়ই 'নামাজ'
মানুষকে সকল অশ্লীল
কাজ থেকে বিরত রাখে।
বিশ্ব নবী যখন কোনো
রাস্তা দিয়ে যেতেন
দুই পাশে সুগন্ধ ছড়িয়ে পড়তো।
- সুবহানাল্লাহ্
কি হবে এতো মানুষের প্রিয় হয়ে।
- যদি আল্লাহর কাছে
প্রিয় হতে না পারি।
স্বামী রাগ করলে স্ত্রী তার
নিকট এসে হাতে হাত রেখে বলে।
- তুমি খুশি না হওয়া অব্দি আমি ঘুমাবো না ।
- রাসূল (সাঃ) বলেন সেই স্ত্রী জান্নাতি।
মৃত্যু কি তোমার প্রতিশ্রুত সময় নয় ?
সুতরাং তোমার কি প্রস্তুতি রয়েছে !
চুলের শুভ্রতা কি তোমাকে ভীতি প্রদশন করেনি ?
সুতরাং তোমার কি অজুহাত রয়েছে !
কবরে কি তোমার শয্যা হবেনা ?
তখন তোমার কি বক্তব্য থাকবে !
আল্লাহর কাছে কি তোমার প্রত্যাবতন হবেনা ?
তখন তোমার সাহায্যকারী কে হবে !
আমাদের ওয়েবসাইডে ভিজিট করতে পারেন