New islamic status bangla 2023


  Islamic status bangla 2022


 

islamic status bangla 2023

যাকে স্বপ্নে দেখলে
জাহান্নামের আগুন হারাম
-তিনি হলেন হযরত মুহাম্মদ (সাঃ)

আল্লাহ, আমি সফল না হওয়া পর্যন্ত 
- আমার বাবা-মাকে সুরক্ষিত রাখুন!


দুনিয়ার মসজিদ গুলা এতো সুন্দর 
*না জানি আল্লাহর জান্নাত কতটা সুন্দর!

কোনো বিশ্ববিদ্যালয়ে না পড়েও
-পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক
- হযরত মুহাম্মাদ (সাঃ)

যৌবন কালের একটি সিজদাহ
বৃদ্ধ বয়সের ৮০ বছরের
ইবাদতের সমান
_ হযরত আলী(রা:)

সবচেয়ে বড় সত্য -
আল্লাহ যা করেন আমাদের 
ভালোর জন্যই করেন।

তোমরা মেয়েদের গালি দিও না ।
কারন, আমিও ১জন মেয়ের পিতা।
হযরত মুহাম্মাদ (সাঃ)

রহমত ও শান্তি দুটোই।
- নামাজের মধ্যে আবধারিত।

ফোনে কথা বলার সময় 
হ্যালো না বলে।
আসসালামু আলাইকুম
ওরহমাতুল্লাহি ওবারকাতুহ
দেওয়ার চেষ্টা করুন।
Vivo Y20s Smartphone Full Specifications
সেরা রমজান এসএমএস বাংলা 2021
Islamic Status Bangla | ইসলামিক স্টেটাস বাংলা | (নতুন) সব ইসলামিক SMS,  2021 
    
Bast bangla sms love 2021  
Bast romantic sms bangla 2021
romantic sms bangla -রোমানটুক বাংলা 
এসএমএস
রোমানটিক বাংলা sms
শেষ বিচারের দিন।
আমাদের জন্য ১মাত্র
সুপারিশকারি।
হযরত মোহাম্মদ (সাঃ)

সূরা ইয়াসিনকে
কোরআনের হৃদয় বলা হয়।
-হযরত মুহাম্মদ (সাঃ)

জুম্মার দিনে যাদে
মৃত্যু হয়।
- তারা খুবই সৌভাগ্যবান।



islamic status bangla 2023
Bast ইসলামিক এসএমএস,স্ট্যাটাস, ইমেজ বাংলা ২০২১

রাসুল (সঃ) কে যখন জিজ্ঞাসা করা হলো,
কোন সময় দোয়া বেশি কবুল হয়,
রাসুল (সঃ) বলিলেনঃ 
রাতের শেষ অংশে এবং 
ফরজ নামাজের পরে।
তিরমিযী-৩৪৯৯

পৌঁছে দাও।
কালেমার দাওয়াত।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সঃ)

কবর থেকে বেশি 
ভয়ঙ্কর জায়গা আমি কখনো দেখিনি।
- হযরত মুহাম্মদ (সাঃ)

পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে ।
-কিন্তু বান্দার সাথে
আল্লাহর সম্পর্ক শেষ নাই।

মা এতটাই দামি।
আল্লাহ তায়ালা জান্নাত কেও
মায়ের নিছে রেখেছেন।

যে একবার সুবাহানআল্লাহ পড়ে।
- তার জন্য জান্নাতে 
একটি ফলের গাছ হয়।

কাউকে বারবার ডাকলে সে রাগ হয়।b
-কিন্তু আল্লাহ কে বারবার 
ডাকলে তিনি খুশি হন।

কিউট, প্রচুর কিউট।
- যেসব ছেলে-মেয়ে 
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে।

তওবা করতে লজ্জিত হয়ো না।
-মনে রেখো তোমার গুনাহের
চাইতে আল্লাহ্'র ক্ষমা অনেক বড়।

প্রতি মিনিটে কত মানুষ মারা যায়, 
কিন্তু শুকরিয়া যে আল্লাহ্ আমাকে 
আপনাকে সুস্থ রেখেছেন, 
বলেন আলহামদুলিল্লাহ্।

জুম্মার দিন মুসলিমদের
সাপ্তাহিক ঈদের দিন।
আল্লাহ এই দিনের ওসিলায় 
আমাদের জীবনের সমস্ত 
গুনাহ মাফ করে দিন।
আমিন

সর্বশ্রেষ্ঠ ধর্ম পাইছি 
- সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী পাইছি ।
- সৌভাগ্য প্রকাশের জন্য আর কি চাই ।

আস্তাগফিরুল্লাহ - অতীতের জন্য
আলহামদুলিল্লাহ - বর্তমানের জন্য
ইনশাআল্লাহ - ভবিষ্যতের জন্য।

ইসলাম একমাত্র ধর্ম।
যেখানে হাসলে সওয়াব,
কাঁদলে গুনাহ্ মাফ।
-সুবহানআল্লাহ

আসছে একটা রাত
নাম তার শবেবরাত ।
তুলব আমরা দু হাত।
করব আমরা মোনাজাত।
আল্লাহ করবে গুনা মাফ।
তোমাদেৱ রইল দাওয়াত।
পালন করব শবেবরাত ।

মানুষ যদি মৃত ব্যাক্তির আর্তনাদ দেখতে
এবং শুনতে পেত তাহলে মানুষ মৃত
ব্যাক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত
--হযরতমোহাম্মদ (সাঃ)

পৃথিবীতে সেই সবচেয়ে কৃপন ,
যে মুসলমান অন্য মুসলমানকে
সালাম দিতে কৃপনতা করে ।
জ্ঞানী ব্যক্তি আগে চিন্তা করে পরে কথা বলে ,
বোকা ব্যক্তি আগে কথা বলে পরে চিন্তা করে ।
_হযরত আলী

সূরা ইয়াসিন কে
কোরআনের হৃদয় বলা হয়!
-হযরত মুহাম্মদ (সা:)


- নামাজকে বানাও নিজের সাথী
- তবেই নামাজ হবে জান্নাতের চাবিকাঠি 

জীবন সাজাই নামায দিয়ে,
মন সাজাই ঈমান দিয়ে,
শরীর সাজাই নবীর সুন্নত দিয়ে,
আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে..!
জুম্মা মোবারাক।


মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো,
কারণ মৃত্যুর দূত তোমার পিছনেই দাঁড়িয়ে আছে।
তার ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকে না.
_হযরত আলী (রা:)

মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই,
দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই।
যাকে তুমি আপন ভাবো সে হবে পর,
আপন হবে নামাজ, রোজা অন্ধাকার কবর।

এক এক করে যাচ্ছে চলে মাহে রমযান,
কি করে দিবো আমি তার প্রতিদান.
ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত.
কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত.

islamic status bangla 2023
  
ঐ ব্যক্তিই প্রকৃত বুদ্ধিমান,
যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে,
আর সে ব্যক্তিই নির্বোধ,
যে সর্বদাই নিজেকে বড় ভাবে।
--হযরত আলী (রাঃ)

কোটি মানুষের কলিজার টুকরা
আমাদের প্রিয় নবী ।
-হযরত মুহাম্মদ (সাঃ)


আল্লাহর নিকট মাথা নত করুন।
- তিনি আপনাকে পৃথিবীর কারো
কাছে মাথা নত হতে দিবেনা.

ফ্রিজের পানি যেমন
গরমে তৃষ্ণা মেটায়।
তেমনি নামাজ ও আল কুরআন
হৃদয়ের তৃষ্ণা মেটায়।

সব সময় হাঁসি মুখে কথা বলি।
- কারণ এটাই 
হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ।

নিঃসন্দেহে এই পৃথিবীর
শ্রেষ্ট ধ্বনি আযান।

সব সমস্যার সমাধান
নামাজ ও দোয়া, কুরআন।


মিথ্যা হতে দূরে থাক।
- কেননা মিথ্যা চেহারার 
সৌন্দর্যকে নষ্ট করে দেয়।
- হযরত মুহাম্মদ [ সা: ]


কবরের ১ম চাপ।
- দুনিয়ার সব কষ্টকে হার মানাবে।
- হযরত মুহাম্মদ [সাঃ]

রাতে ওজু করে ঘুমালে।
- পুরোরাত আপনাকে 
ফেরেস্তারা পাহারা দিবে।


বিপদে পড়লে আল্লাহ ছাড়া 
কাউকে পাশে পাবেন না।
সুতরাং সর্বদা আল্লাহকে ডাকুন।


গোপনে পাপ করলে মানুষ 
তিলে তিলে ধ্বংস হয়ে যায়।
- আর গোপনে ইবাদত করলে 
মানুষ শ্রেষ্ঠ হয়ে যায় ।

যে ব্যাক্তি দিনে
৭০হাজার বার কালিমা পরলো।
তার জন্য জান্নাত ওয়াজিব।

পানি পান করার শুরুতে 
বিসমিল্লাহ ও শেষে 
আলহামদুলিল্লাহ বলা 
প্রিয় নবীজির সুন্নাত।
(তিরমিজি ২/১০)

আল্লাহর পথে একটি সকাল 
কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা।
- গোটা পৃথিবী এবং পৃথিবীর 
সমস্ত সম্পদের চেয়ে উত্তম।
সহীহ বুখারী

জান্নাতের অধিকাংশ 
অধিবাসী হবেন গরীব।
- হযরত মুহাম্মাদ [সাঃ]

আখিরাতের সবচেয়ে
ছোট জান্নাত ও
পৃথিবীর ১০ গুণ এর সমান ।

যে ঘরের প্রথম সন্তান কন্যা হয়।
- সে ঘর বেশি বরকত ময়।
- হযরত মুহাম্মদ [সাঃ]

- যেই পরিবারে
নামাজ নেই- 
সেই পরিবারে
আল্লাহর রহমত নেই।

বান্দা যতবার বলে আল্লাহুম্মাগফিরলি।
মহান আল্লাহ ততবার।
বলেন মাফ করে দিলাম।

মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম
ঐ ব্যক্তি যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম,
অর্থাৎ দোয়া করে না..
(হযরত মুহাম্মাদ সঃ)

নতুন আশা, নতুন দিন,
আজকে হল জুমার দিন।
লাগছে ভাল ছাড়বো ঘর,
মসজিদে যাবো ১২ টার পর।
আকাশে সূর্য দিচ্ছে আলো,
জুমার নামায পরতে লাগবে ভালো।
!!সকলকে জুম্মা মোবারক!!

কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন
তার সাথে সম্পর্ক ভাল রাখতে হয়।
ঠিক তেমন আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে,
আল্লাহর সাথে সম্পর্ক ভাল রাখতে হবে!!!

জান্নাতের নেটওয়ার্ক হল "ইসলাম",
সিম হল "ঈমান"। বোনাস হল "রমযান",
রিচার্জ হল "নামাজ", 
আর হেলপ লাইন হল"কোরআন"

ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত যারাই।
কোরআনের ভুল খুঁজতে গেছে ।
তারাই মুসলমান হয়ে গেছে।

ঘুমের আগে 
এই দোয়া পড়ে ঘুমান।
- আল্লাহুম্মা বিসমিকা 
আমুতু ওয়া-আহইয়া।

যে ব্যাক্তি আজান শুনে 
নামাজ পড়বে না।
কিয়ামতের দিন তাঁর কানে।
গরম সীসা ঢেলে দেয়া হবে।

মিস ওয়ার্ল্ডের খোঁজ নয়,
- মিস আখিরাহর খোঁজ করো।
- যা তোমাকে জান্নাত এনে দেবে।

উচ্চস্বরে হেসো না
তা নিজের আত্বা মারা যায়।
- হযরত মোহাম্মদ (সাঃ)


কালো রং কে সম্মান করো।
- কারণ আমাদের কাবা 
শরীফের রং কালো।

টেনশন দূর করতে।
- নেশা নয়। 
পাঁচ ওয়াক্ত নামাজই যথেষ্ট।

রাসূল সাঃ বলেছেন।
- তুমি যাকে ভালোবাস 
জান্নাতে তুমি তার সাথেই থাকবে।


নবীজির কথা গুলা কপি হয় ঠিকই।
কিন্তু নবীজির আর্দশ 
গুলো কপি হয় নাহ।

দোয়া কবুলের প্রথম শর্ত,
হালাল খাদ্য ভক্ষণ করা ।

মুহাম্মদ (সা:) বলেছেন।
- ঘুমানোর সময় আলো 
নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাতে।
- [সহীহ বুখারী: ৩২৮০]

ঐ হাত দুটি বেশি দামি ।
- যে হাত আল্লাহর 
কাছে ক্ষমা প্রার্থনা করে।


ইসলাম শুধু নারীদেরকেই
পর্দা করতে বলেনি।
পুরুষদের দৃষ্টি সংযত 
রাখতেও বলেছেন।


শিশুরা যখন কথা বলতে শুরু করে
- তখন তাকে কালেমা শিক্ষা দাও।
- হযরত মোহাম্মদ (সাঃ)

কখনো ব্যর্থ হলে সিজদায় পড়ে যাও।
- সফলতার পথ আল্লাহ্ দেখাবেন।

ঠোঁট সুন্দর করতে চাইলে 
দরুদ শরীফ পড়ুন।
- কন্ঠস্বর সুন্দর করতে চাইলে 
কোরআন শরীফ পড়ুন।
- আল্লাহর সাথে সাক্ষাত 
করতে চাইলে নামাজ পড়ুন।

রাসুল (সা:) বলেছেন, 
আল্লাহ যার ভালো চান 
তাকে দু:খ কষ্টে ফেলেন।
[বুখারী - ৫৬৪৫]

মুমিনদের জন্য সু- সংবাদ ।
- প্রবিত্র রমজান মাস 
চলে আসছে
সুবহানআল্লাহ।


সূরা_ফাতিহা তোমরা ধীরে- 
ধীরে পড়ো,
কারণ, মহান আল্লাহ তায়ালা 
নিজেই এর জবাব দেয়।
__হযরত মুহাম্মদ (সা.)


যে আমার সুন্নতকে ভালোবাসলো
সে আমাকে ভালোবাসলো।
- হযরত মুহাম্মদ (সা:)


Bast ইসলামিক এসএমএস,স্ট্যাটাস, ইমেজ বাংলা ২০২১
রাসুল (ﷺ) বলেনঃ
যে ব্যক্তি লা-ইলাহ ইল্লাল্লাহর 
উপর দৃঢ় বিশ্বাস নিয়ে, 
মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। 
(মুসলিমঃ৪৩)

প্রকৃত যুদ্ধ তারাই
–যারা শয়তানকে পরাজিত করে।
–নামাজ পড়তে যায়

একজন পর্দাশীল মেয়ে 
৬ লক্ষ্য ফেরেশতার সমান।
- হযরত মুহাম্মদ (সাঃ)

দুনিয়ার মধ্যে সবচেয়ে
উত্তম শিক্ষা হলো ।
কোরআন শিক্ষা।


জান্নাতের প্রথম দরজা খুলবেন
-হযরত মুহাম্মাদ (সাঃ)

মৃত্যু নিশ্চিত 
কিন্তু সময় টা অনিশ্চিত..
ইয়া আল্লা্হ!
যখনি মৃত্যু দিবা ঈমানী হালতে দিও। 

৬৩ বছরে যিনি একটাও
মিথ্যে বলেননি তিনি হলেন
-হযরত মুহাম্মদ (সাঃ)


খারাপ সময়ে সবার
দরজা বন্ধ হয়ে গেলেও
- আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না


একজনের কাছে চাইলে কখনো
খালি হাতে ফিরতে হয়না
-তিনি হলেন আল্লাহ!

ঠোঁট সুন্দর করতে চাইলে,
দরুদ শরীফ পড়ুন.
- কন্ঠস্বর সুন্দর করতে চাইলে,
কোরআন শরীফ পড়ুন.
- আল্লাহর সাথে সাক্ষাত করতে,
চাইলে নামাজে যাও।

আমাদের ওয়েবসাইডে ঘুরে 
আসুন ওয়েবসাইট লিংক
allbanglabd420.blogspot.com

x

Please Select Embedded Mode For Blogger Comments

Previous Post Next Post