Best ramadan fb status bangla 2023
রমজান আল্লাহ ও বান্দার মাঝে
নিতান্ত গোপন ইবাদত
তাই এর মাধ্যমে আল্লাহ মও বান্দার
মাঝে সম্পর্ক দৃঢ়তর হয় !
আল হাদিস
ভুলেও যেন ১টি রোজা তোমার বন্ধু!
না হয় ক্বাযা ফকীর নয় তারাবীর
নামাযের পুণ্যের যেন হতে পারো রাজা
হেসে খেলে ভুল করে হায় !
পেওনা ভুলের কঠিন সাজা!
আমাদের ওয়েবসাইডে ঘুরে আসুন
ওয়েবসাইট লিংক
বছর ঘুরে এলো মাহে রমজান,
আনন্দে ভরে গেলো এই মন-প্রান।
৩০দিন রাখবো রোজা,
কমমে যাবে আমাদের গোনাহ’র বুঝা।
মাহে রমজানের শুভেচ্ছা।
রোজা কিয়ামতের দিন
মুমিন ব্যক্তির জন্য
সুপারিশকারী হবে!
-আল হাদিস.
রমজান এর রোজার পুরষ্কার
আল্লাহ নিজ হাতে প্রদান করবেন !
-আল হাদিস
রমজান জান্নাতে যাওয়ার
উৎকৃষ্টতম উপায় এবং
রাইয়ান নামক বিশেষ দরজা
দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ !
-আল হাদিস
রমজানের শেষ রাতে
সকল উম্মতকে মাফ করা হয় !
-আল হাদিস
আহালান সাহালান মারহাবা ইয়া রমাদান,
বছর ঘুরে এলো রহমত নাজাতের বার্তা নিয়ে
সকল গুনাহ মাফের প্রত্যাশা মুমিনের এ মাস কে গিরে।
হাত উঠাই সবাই,
রহমত’ওয়ালা আল্লাহ্ তায়ালার দরবারে।
রমাদান,রমাদান’
রমাদান এলো সবার ধারে ধারে।
ফুলের সুবাস চাঁদের হাসি
নামাজ কে আমি ভালবাসি,
নদীর ঢেও পাখির গান
কুরআন আমার সংবিধান
সবুজ শেমল রুপে ঘেরা
ইসলাম ধর্ম সবার সেরা।
ওই দেখ! বন্ধু সকল ঐযে অমূল্য ধনের খনি
আজকে কে নেবে বল হীরে,
পান্না ,জহরত আর মণি
পারো যদি নিতে নিজের করে,
তবে হবে আখেরাতের ধনি
হবে নাকি কেউ আখিরাতের ধনি?
চাও নাকি কেউ অমূল্য ধনের খনি?
গেল রাত এল দিন, ফিরে এল জুম্মার দিন।
জুম্মার সময় করবেনা লসস,
জুম্মার নামাজ গরীবদের হজ্জ।
জলদি যাও নামাজ পরতে,
গুরুত্ত দাও এই দিনটাকে।
হেপ্পী জুম্মাহ মোবারক টু
My All Friends
মাহে রমজান এলো রে,
শয়তান বাধা পরে গেলো রে।
জাহান্নামের দরজা হইলো বন্ধ।
জানাতের’ই দরজা গেলো খুলে,
চায় যে পানা বান্ধা দু’হাত তুলে।
ক্ষমা করে দাও আল্লাহ্ আমাদের গুনাহ।
শুভ রজনী, শুভ দিন
রাখো রোযা ৩০দিন,
১১মাসের পাপ ১মাসে করো ছাপ,
দিন যায় দিন আসে
রোযা পাবেনা প্রতি মাসে...
তাই এই পবিত্র মাসে সব টি রোযা রাখো?
সবাইকে জানাই
পবিত্র রমজান মোবারক !!
এলো রে এলো...
ওই মাহে রমজান
মানবজাতির তরে আল্লহতায়ালার শ্রেষ্ঠ দান
পুণ্যের সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান
জং গুলো সব ঝোরে গিয়ে,ঈমান করবে শাণ
রহমতেরই ডালি নিয়ে আসছে ওই! মাহে রমজান!
রোজার মাধ্যমে
আচার-আচরণ ও
চরিত্র সুন্দর হয় !
-আল হাদিস
নামাজ রোজা নাহি কাজাকরবো না ভাই কভু,,
নয়তো রাজা দিবেন সাজাযিনি মোদের প্রভু,
নামাজ রোজা অনেক সোজাইচ্ছে যদি করো,
মনের মতো সময় মতোনামাজ রোজা করো,
পণ করো আজ পড়বোরাখবো সদা রোজা,
তা না হলে পরকালেপেতে হবে সাজা,
বেহেস্তেতে থাকবো মেতেহবে কত মজা !
বেশি বেশি দান করে ,
দানের সওয়াব নিও তুলে
তাহাজ্জুদের পুণ্য টুকু নিতে মন যেন না যায় ভুলে
পড়বে কোরআন প্রতিদিন সুরের দরজা খুলে
সেই কোরআনের মধুর সুরে
সবার মন উঠবে আনন্দে দুলে।
রমযানেরই পুণ্যে আমি
তুমি হতে চাই যে ধনবান
সেই ধনের বিনিময়ে পাব
রোজাদারের পুরষ্কার,
রাইয়্যান!
আল্লাহ্ তায়ালার দান,
মোবারক হো..মোবারক হো..